জনপ্রশাসনে উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়

পুলিশে পদোন্নতির পর এবার জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মোট ২৪০ কর্মকর্তাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৩১ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে ৯ জনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। এবার নতুন করে ২৯তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ক্যাডারের বিভিন্ন বিসিএসের কর্মকর্তারাও এ পদে পদোন্নতি পেয়েছেন।

উপসচিব পদে সাধারণত প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

৬ নভেম্বর অতিরিক্ত ডিআইজির পর পুলিশ সুপার (এসপি) পদে ১৭৭ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সুপারনিউমারারি (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) হিসেবে এসপি হয়েছেন ১৫০ জন। বাকি ২৭ এসপি পদ নিয়মিত।