বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশন (দুদক)

উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক নারগিস সুলতানা।

দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, বিটিসিএল ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে ‘সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন (এসটিএন)’ নামে একটি প্রকল্প ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একনেকের অনুমোদন পায়। প্রকল্প বাস্তবায়নে ১২ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। তাতে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্র মূল্যায়ন কমিটি এক্স-ফার নামের একটি প্রতিষ্ঠানকে যোগ্য ও সর্বনিম্ন দরদাতা হিসেবে ঘোষণা করে। কিন্তু বিটিসিএল এক্স-ফারকে কার্যাদেশ না দিয়ে পুনঃ দরপত্র আহ্বান করে নানা অনিয়ম করে জিটিই নামের আরেকটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করে। পরবর্তী সময়ে সেটিও বাতিল হয়।

এ বিষয়ে দুর্নীতির অভিযোগ পেয়ে বিষয়টি অনুসন্ধান করছে দুদক। এরই অংশ হিসেবে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিনকে ডাকা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।