সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আ ক ম মোজাম্মেল হকফাইল ছবি

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক কাস্টমস কমিশনারসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

অপর যে তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার বেলাল হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রী বেগম ফেরদৌস সুমি।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম। ওই আবেদনে বলা হয়, মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম–দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুদক এই সাবেক মন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। এ অবস্থায় তিনি পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুনানি নিয়ে আদালত মোজাম্মেল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

অপর দিকে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম। দুদকের আবেদনে বলা হয়, সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ফরিদ আজিজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত শুনানি নিয়ে ফরিদ আজিজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

একইভাবেই সাবেক কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, সাবেক কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের নামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে। কানাডায়ও তাঁর সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত শুনানি নিয়ে বেলাল হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।