র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন রোববার

র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার উদ্‌যাপন করা হবে। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে এই বাহিনী আত্মপ্রকাশ করলেও পবিত্র রমজান মাসের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৯ মার্চ এগিয়ে আনা হয়েছে।

র‍্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে অনুষ্ঠিত দরবারে বাহিনীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। পরে তাঁর সঙ্গে এই বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের প্রধানের বৈঠক হবে।

বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে আছেন এম খুরশীদ হোসেন। সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫।