অসহায় মানুষের মধ্যে সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীদের খাদ্য বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা, ২ এপ্রিলছবি: সংগৃহীত

তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীরা। মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার স্কুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই তারা এ ধরনের আয়োজন করে থাকে।

আজ দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ তুলে দেয় শিক্ষার্থীরা। সেই ব্যাগে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। শিক্ষার্থীদের অভিভাবকেরাও তখন উপস্থিত ছিলেন। এ সময় সেন্ট জ্যাকব স্কুলের অধ্যক্ষ ওয়াটসন হালদার, উপাধ্যক্ষ সুরভি বালাসহ অন্যরা উপস্থিত ছিলেন।