১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করা জসিম গ্রেপ্তার

মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি : সংগৃহীত

একটি মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকার মিরপুর থানার পুলিশ। তাঁদের একজন মো. জসিম। তিনি ১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। গ্রেপ্তার অন্য চারজন হলেন মো. হারুন (২৮), আশিক বিশ্বাস (১৯), রাজীব (২০) ও মহসীন (২০)। গত শনিবার থেকে সোমবার ঢাকা ও নারায়ণঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, জসিমের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে ১৩টি। এ পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন ২০ বার। এরপরও চুরি পেশা ছাড়েননি জসিম। দিনে অটোরিকশা চালান আর রাতে সদস্যদের নিয়ে নামেন মোটরসাইকেল চুরিতে।

পুলিশ জানায়, জসিমের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের বেলদারহাটে। বসবাস করেন ঢাকায়। বিভিন্ন মহল্লায় দিনে অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন বাসাবাড়ির গ্যারেজে মোটরসাইকেল রেকি করেন তিনি। দারোয়ান আছে কি না, থাকলে তাঁকে ফাঁকি দিয়ে কীভাবে মোটরসাইকেল চুরি করা যায়, সেসব পথও বের করে রাখেন দিনের বেলাতেই। কখনো কখনো রাতেও যান দারোয়ানের গতিবিধি লক্ষ করতে। দিনে ধরা পড়ার আশঙ্কা থাকায় চুরি করেন রাতে। তিনি ২০১৩ সালে ভাইরা ভাইয়ের হাত ধরে মোটরসাইকেল চুরিতে নামেন। শুরুতে ভাইরা ভাইয়ের গ্রুপে থাকলেও পরবর্তী সময়ে নিজেই একটি চক্র গঠন করেন। বর্তমানে তাঁর চারজন সদস্য থাকলেও আগে ২০ জন নিয়ে কাজ করতেন। রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁরা চুরি করেন। জসিম সর্বশেষ তিন মাস আগে মোটরসাইকেল চুরি মামলায় জামিনে কারাগার থেকে বেরিয়েছেন।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মোটরসাইকেল চুরির টাকায় ২০১৭ সালে জসিম টাঙ্গাইলে শ্বশুরের গ্রামে ১৬ লাখ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছিলেন। তবে বছর দুয়েক আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর। বাড়িটি ছয় লাখ টাকায় বিক্রি করে দেন।