হাবিব গ্রুপকে খেলাপি ঋণের ৩৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ
চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপকে খেলাপি ঋণের ৩৫০ কোটি টাকা আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাবিব গ্রুপের চেয়ারম্যান এয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী, পরিচালক আমিনা মাহবুব, আঞ্জুমান আরা বেগম, সালমা সুলতানা, তানভীর হাবিব, সালমান হাবিব ও মাশরুর হাবিবের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকা খেলাপি ঋণ আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ওয়ান ব্যাংক ও ঢাকা ব্যাংক থেকে নেওয়া ঋণ খেলাপির চারটি মামলায় আদালত এই আদেশ দেন। চারটি মামলায় ঋণের বিপরীতে বিবাদীদের কোনো স্থাবর, অস্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক নেই। শুধু ব্যক্তিগত নিশ্চয়তায় হাবিব গ্রুপ এই ঋণ নিয়েছিল। এর আগে বিবাদীদের বিরুদ্ধে আদালত দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। বিভিন্ন ব্যাংকে তাঁদের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।