সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে পিপি আবদুর রশিদের

সরকারি বরাদ্দের খাবার দেওয়া হচ্ছে আসামিদের। আজ দুপুর দুইটায় চট্টগ্রাম আদালত ভবনের নিচ তলায় মহানগর হাজতখানায়
ছবি: সৌরভ দাশ

স্বজনেরা কেউ না আসায় নিরাশ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আসামি মোহাম্মদ রনি। হাজতখানার লোহার শিকল ধরে দাঁড়িয়ে আছেন তিনি। পকেটে নেই টাকা। কিছুক্ষণ পরপর পায়চারি করছেন হাজতখানার ভেতরে। ক্ষুধায় জ্বলছে পেট। কী করবেন বুঝতে পারছেন না। ঘড়ির কাঁটায় তখন দুইটা। হাজতখানার দায়িত্বরত ওসি সাদা প্যাকেট নিয়ে ঢুকছেন সেখানে। তারপর একে একে আসামিদের হাতে তুলে দেন প্যাকেটগুলো। সাদা প্যাকেটের ভেতর খিচুড়ি ও ডিম, সঙ্গে পানি। হাতে দিতে না দিতেই খাওয়া শুরু করেন রনি। তাঁর চোখেমুখে তৃপ্তির ঝিলিক। গতকাল দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় মহানগর হাজতখানায় দেখা গেছে এই চিত্র।
বিস্তারিত পড়ুন...

জন্মের পর প্রথম বাবাকে পেলেও মাকে খুঁজে বেড়াচ্ছে সাত মাসের ওজিহা

মায়ের কোলে শিশু ওজিহা
ছবি: সংগৃহীত

অনেকের কোলেই উঠছে সাত মাসের শিশু ওজিহা। কিন্তু কারও চেহারাই তার মায়ের সঙ্গে মেলাতে পারছে না। ওর কান্নাও থামছে না। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন ওজিহার নানা আবুল হোসেন। গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে খুন হন ওজিহার মা জেকি আক্তার (৩৬) এবং দুই ভাই মাহিন ইসলাম (১৬) ও মহিন ইসলাম (৭)। সাত মাস বয়সী ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
বিস্তারিত পড়ুন...

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ে সমঝোতা হয়েছে: বাংলাদেশ ব্যাংক

আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছে। আগামী ডিসেম্বরে আইএমএফের পর্ষদ সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি অনুমোদন পাবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ কথা জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ইহুদিদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ইহুদিদের বিক্ষোভ
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধসহ যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে অনেক ইহুদি অংশ নেন। তাঁরা যুদ্ধবিরতির জন্য ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিস্তারিত পড়ুন...

লিটন দাস বনাম সাংবাদিকের দ্বন্দ্বের গোড়াটা আরও গভীরে

লিটন দাস

একটা বিশাল স্টেডিয়াম। গ্যালারিভর্তি মানুষ। সবাই উত্তেজনায় ফেটে পড়ছে। ঘটনা কী? সামনের স্টেজে একটা মানুষের সামনে বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষুধার্ত, হিংস্র বাঘের সামনে খালি হাতের একটা মানুষ। পালানোর জায়গা নেই। একটু পরে মানুষটাকে বাঘটা ছিঁড়েখুঁড়ে খাবে। এ কারণেই এত উত্তেজনা।
বিস্তারিত পড়ুন...