উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিলাইজেশনের উদ্ধোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও অতিথিরা
ছবি: সংগৃহীত

তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে গবেষণা, বাণিজ্যিকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এজন্য বিশ্ববিদ্যালয়টিতে ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিলাইজেশনের (আইরিক) কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ইউআইইউ ক্যাম্পাসে এক আয়োজনে এই ইনস্টিটিউট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা একটি যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যাবে। এ ছাড়াও এই ইনস্টিটিউট শিক্ষার্থীদের আগামী দিনে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিজিএমইএয়ের প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমইএয়ের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ।

স্বাগত বক্তব্য দেন ইউআইইউ–এর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ আইরিক–এর পরিচালক অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ–এর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া।