২ ঘণ্টায় বিক্রি হলো প্রায় ১৩ হাজার ট্রেনের টিকিট

প্রথম আলো ফাইল ছবি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় ১২ হাজার ৮৬৬টি টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ট্রেনের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার এ টিকিট বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ১২টায়।

টিকিট বিক্রির এ তথ্য জানিয়েছে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকম কর্তৃপক্ষ। আজ ২৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে। রেলের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলিয়ে মোট টিকিট রয়েছে ২৮ হাজার ৬৪০টি।

এবার পবিত্র ঈদুল আজহায়ও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস) জুবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রেনযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে পেতে যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না। আর এবার অনলাইনে দুই ভাগে অগ্রিম টিকিট ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে সকাল ৮টায়। আর দ্বিতীয় ভাগে দুপুর ১২টা থেকে বিক্রি হচ্ছে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট।

গতকাল ঈদযাত্রার প্রথম দিনের, অর্থাৎ ২৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি করেছিল বাংলাদেশ রেলওয়ে। সহজ ডটকমের দেওয়া হিসাব অনুযায়ী গতকাল প্রথমে সকাল আটটায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। পরে দুপুর ১২টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত প্রথম দিনে ২২ হাজার ৮৯০টি টিকিট বিক্রি হয়।

গতকাল ট্রেনের মোট টিকিট ছিল ২৭ হাজার ৩৮১টি। অগ্রিম টিকিট কিনতে গতকাল সকাল ৮টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত ১৩ ঘণ্টার সহজ ডটকমের টিকিট বিক্রির ওয়েবসাইটে মোট হিট হয়েছিল ১ কোটি ৯৯ লাখ। এর মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির প্রথম আধা ঘণ্টা (সকাল ৮টা থেকে সাড়ে ৮টা) হিট ছিল ৪০ লাখ। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরুর প্রথম আধা ঘণ্টা (দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা) হিট ছিল ১৪ লাখ ২০ হাজার।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৬ জুন বিক্রি হবে ২৬ জুনের, ১৭ জুন হবে ২৭ জুনের ও ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন পাওয়া যাবে আগামী ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদে আসনবিহীন টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রার দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এ ছাড়া কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।