চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে মহড়া

অস্ত্রহাতে জাহিদ ও কিরিচ হাতে মিঠুছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে ও কিরিচ নিয়ে মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার হিল ভিউ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের এ অস্ত্রবাজির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অস্ত্র উঁচিয়ে গুলি করছে এক যুবক। আরও তিন যুবকের হাতে কিরিচ দেখা যায়। পুলিশ বলছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করা যুবকের নাম জাহেদ। কিরিচ হাতে থাকা একজনের নাম মিঠু।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বার্মা সবুজের অনুসারী জাহিদসহ বেশ কয়েকজন অস্ত্র ও কিরিচ হাতে মহড়া দেয়। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে তারা এ মহড়া দেয়। বাধা দিলে ওই সময় প্রতিপক্ষ আবদুল্লাহ আল মাহমুদ নামের এক যুবককে চাপাতি দিয়ে কোপানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রবীন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, চাপাতির কোপে আহত আবদুল্লাহ আল মাহমুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী প্রথম আলোকে বলেন, শুনেছি, সন্ত্রাসী বার্মা সুবজের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ও ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে কামরুল নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। বার্মা সবুজের আপন ভাই বার্মা সাইফুল কিছুদিন আগে মাদকের মামলায় গ্রেপ্তার হয়েছে। তারা এলাকায় মাদকের ব্যবসা ও বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ করেন এই জনপ্রতিনিধি।

আরও পড়ুন

জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে কিছু ছিঁচকে সন্ত্রাসী ফাঁকা গুলি ছুড়েছে। অস্ত্রধারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ৭ জানুয়ারি নির্বাচনের দিন চট্টগ্রামের পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রের সামনে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম নামের এক যুবক। পরে র‍্যাব তাকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করে। সে স্থানীয় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ফাঁকা গুলি চালিয়েছিল শামীম।

আরও পড়ুন