ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪

ডেঙ্গুফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে একজন ৭৬ থেকে ৮০ বছর বয়সী পুরুষ ও অপরজন ২৬ থেকে ৩০ বছর বয়সী নারী।

আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যুর তথ্য পাওয়া বলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৮১ জন ভর্তি হয়েছেন ডিএসসিসি এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৮, ময়মনসিংহ ৩, ঢাকা মহানগরের বাইরে ২ ও খুলনা বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

দেশে ডেঙ্গুতে চলতি মাসে ৮ জনসহ চলতি বছর এ পর্যন্ত ৬৪ জন মারা গেছেন। চলতি মাসে ১ হাজার ৪৪৭ জনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন।