দাতব্য প্রতিষ্ঠানে দান আয়করমুক্ত রাখার দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতারা
ছবি: সংগৃহীত

সব মসজিদ–মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোয় দান আয়করমুক্ত রাখতে আগের আইন চালু অথবা নতুন বিধিবিধান প্রণয়ন করে তা কার্যকর করার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশে দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দান-অনুদান সম্পূর্ণ আয়করমুক্ত। আমাদের দেশের মসজিদ-মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানগুলো জনগণের সাহায্য-সহযোগিতায় পরিচালিত হয়। এ অবস্থায় ইসলামি প্রতিষ্ঠানগুলোয় দাতারা যেন স্বাচ্ছন্দ্যে দান-খয়রাত করতে পারেন, সে জন্য যাবতীয় দান-অনুদান আয়করমুক্ত রাখার আগের বিধানটি নবায়ন করে কার্যকর করা অতি জরুরি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ শিক্ষার মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, ইসলামি শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন ও বিধিবিধান বাতিল বা সংশোধন করা, কওমি মাদ্রাসার স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রাখা, উচ্চতর ইসলামি শিক্ষার প্রয়োজনে ভারতে যাওয়ার জন্য শিক্ষার্থী ভিসা উন্মুক্ত ও সহজতর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক ও বোর্ডে এক-তৃতীয়াংশ সদস্য হিসেবে আলেমদের সম্পৃক্ত করা, নৈতিক অবক্ষয় রোধে অশ্লীলতা বন্ধে কার্যকর আইন প্রণয়ন করা, ওয়াজ-নসিহতের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা এবং কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের ব্যবস্থার দাবি জানানো হয়।

এ ছাড়া মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। একই সঙ্গে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করা হয়।