তুরস্ক ও সিরিয়ায় গ্রামীণফোনের সব কল ফ্রি
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত ব্যক্তিদের কাছে বিনা মূল্যে কল করার সুবিধা দিয়েছে গ্রামীণফোন। বাংলাদেশ থেকে সেখানে অবস্থিত প্রিয়জনদের সঙ্গে কোনো টাকা খরচ না করেই যোগাযোগ করতে পারবেন উদ্বিগ্ন স্বজনেরা। আগামী তিন দিনের জন্য গ্রামীণফোন এই সুবিধা চালু করেছে।
আজ রোববার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন নেটওয়ার্কে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ায় কলের ক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না।
৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে এখন পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। দেশ দুটিতে হাজার হাজার ভবন ধসে পড়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।
গ্রামীণফোন বলেছে, ভূমিকম্পের খবরে সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের জন্য গ্রামীণফোন বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাঁদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।