যদি হাতে থাকে স্যামসাং!

স্যামসাংয়ের স্মার্টফোন

স্যামসাংয়ের চমক দেখানো পারফরমেন্সের জয়রথ যেন ছুটেই চলছে! চলতি বছরের শুরুর দিকেই স্যামসাংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলে।

‘বুঝছ ছোট ভাই, এই দামে এই ফোন আর নাই’—ট্যাগলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, থমথমে পরিবেশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকে জমজমাট সাসপেন্স! বদ্ধ রুমে ক্ষীণ আলোর নিচে রিভলভিং চেয়ারে উল্টোদিকে মুখ ফিরিয়ে বসে আছেন কোনো এক কুখ্যাত ডন, কিংবা সহজ বাংলায় ‘বড় ভাই’! সেই বড় ভাইয়ের আশপাশে গায়ে কালো পোশাক আর কালো চশমা চোখে দাঁড়িয়ে তার ছোট ভাইয়েরা। বড় ভাইয়ের সামনে তার সবচেয়ে বিশ্বস্ত ‘ছোট ভাই’ কোনো অসাধ্যসাধন করে খুশিমনে বলছে ‘ওস্তাদ, কাম হইয়া গেছে’ কিংবা বড় ভাইয়ের প্রশ্নে দ্বিধায় পড়ে মাথা চুলকাতে চুলকাতে কাঁচুমাচু করে বলছে ‘বড় ভাই, বিষয়টা তো বুঝবার পারলাম না।’

ছোট ভাই না বুঝলেও বড় ভাই কিন্তু ঠিকই তার ‘কাজের’ গ্যালাক্সি-এ০৩ ডিভাইস পেয়ে গেছেন।

ভিডিওটিতে ছোট ভাইদের জন্য স্যামসাংয়ের বড় কিছুর ইঙ্গিত দেওয়া হয়। আসলেই স্যামসাংয়ের গ্যালাক্সি-এ০৩ ডিভাইসটিতে যেন সব বড়রই সমাহার। কারণ, ‘অসাম সিরিজে’র গ্যালাক্সি-এ০৩ ডিভাইসে রয়েছে বিশাল স্ক্রিন, তুখোড় ব্যাটারি আর দুর্দান্ত র‌্যাম। ডিভাইসটির ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা যায় ঝকঝকে ও প্রাণবন্ত ছবি। আর সুন্দর সুন্দর সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে ডিভাইসটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় মুনশিয়ানা দেখানো এ ডিভাইসটি কিন্তু স্ক্রিনেও বাজিমাত করেছে। ৬.৫ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে দিয়ে ‘বড় ভাইরা’ অনায়াসেই দেখে নিতে পারছেন রাজ্যের সব কনটেন্ট।

দিন বা রাত, টেকনাফ বা তেঁতুলিয়া—যখন যেখানে, বসে-দাঁড়িয়ে বা শুয়ে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দিয়ে অনায়াসেই ব্যবহার করা যায় এই ডিভাইসটি। শীতের রাতে বাসার ছাদে জোরালো আওয়াজে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় আর আনন্দমুখর পার্টি করতে এ ডিভাইসটির জুড়ি মেলা ভার! কারণ এ ডিভাইসটি দেয় জোরালো আওয়াজ। এ জন্যই ডিভাইসটি দারুণ সাড়া ফেলেছে!

সমঝদার বড় ভাইরা কিন্তু গ্যালাক্সি-এ০৩ ডিভাইসটির মাহাত্ম্য বুঝতে পেরে কেল্লাফতে করে ফেলেছে। কিন্তু অবুঝ নাদান ছোট ভাইদের এখন কী হবে। কিন্তু স্যামসাং বলছে—‘নো টেনশন’ ছোট ভাইয়েরা। আপনাদের জন্য শিগগিরই আসছে নতুন চমক। এবার কিন্তু জহুরি হতে ভুলবেন না! না চিনতে পারলেই কিন্তু লস। তাই লস না খেয়ে খেলা জমাতে লুফে নিতে পারেন ভরপুর ফিচারে ঠাসা গ্যালাক্সি-এ০৪, যা আপনাদের বড় হয়ে ওঠার পথে এগিয়ে নেবে!