আরও ১৪ যানবাহনে আগুন, গণপরিবহনে যাত্রী কম

  • গত ২৮ অক্টোবর থেকে গতকাল ২৭ নভেম্বর পর্যন্ত ৩টি ট্রেনসহ মোট ১৮৪টি যানবাহনে আগুন দেওয়া হলো।

  • এর মধ্যে শুধু রাজধানীতেই ৯৯টি যানবাহনে আগুন দেওয়া হয়।

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলা সদরের আখড়াবাড়ি এলাকায়
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা সপ্তম দফার দুই দিনের অবরোধের শেষ দিন সারা দেশে আরও ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে সাতটি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ভ্যানে। এসব ঘটনায় একজন ট্রাকচালক দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন অন্য দুজন।

গত রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব যানবাহনে আগুন দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোর প্রতিনিধি ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে গতকাল ২৭ নভেম্বর পর্যন্ত ৩টি ট্রেনসহ মোট ১৮৪টি যানবাহনে আগুন দেওয়া হলো। এর মধ্যে শুধু রাজধানীতেই ৯৯টি যানবাহনে আগুন দেওয়া হয়।

এদিকে আগের অবরোধের তুলনায় গতকাল রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেশি দেখা গেছে। সকালে অফিস শুরু ও বিকেলে অফিস শেষ হওয়ার পরের সময়টাতে বিভিন্ন এলাকায় যানজটও দেখা গেছে। রাজধানী থেকে ছেড়েছে দূরপাল্লার বাসও। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। যদিও বাস–লঞ্চে যাত্রী ছিল কম। গতকাল রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সপ্তম দফায় অবরোধ কর্মসূচির সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

যানবাহনে আগুন

গতকাল বিকেল পৌনে চারটা রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকার বাইরে গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহরের শান্তিবাগে একটি বাসে আগুন দেওয়া হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল ভোরে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রলপাম্পে রাখা তিনটি বাস আগুন দেওয়া হয়। সেখানকার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও পেট্রলপাম্পের কর্মীরা জানান, পেট্রলপাম্পে বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস রাখা ছিল। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই তিনটি বাস পুড়ে যায়। নওগাঁর মহাদেবপুর উপজেলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। একই দিন রাত পৌনে একটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের দোয়ারিয়া এলাকায় সারবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দিনাজপুরের কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতে ট্রাকে থাকা ৩০ বস্তা ধান পুড়ে যায়। চালকের সহকারী ইমরান হোসেন বলেন, চারটি মোটরসাইকেলে করে ছয়জন লোক এসে তাঁদের ট্রাক থামিয়ে আগুন দেয়।

রাজশাহী নগরের কাজলায় রোববার দিবাগত রাত দুইটার দিকে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়িতে গতকাল ভোরে সরকারি চালবাহী একটি ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক ইসহাক মিয়া (২৮) দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় তাঁর সহকারী বেলাল হোসেন আহত হন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে একটি বাসে আগুন দেওয়ায় একজন আহত হন।

এদিকে সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল সকালে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় একদল যুবক হেলমেট পরে মুখে কাপড় বেঁধে অবস্থান করছিলেন। তাঁরা ওই কাভার্ড ভ্যান থামিয়ে চালককে নামিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন। এ ছাড়া গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিকের পণ্যবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

ট্রেনে আগুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মোহাম্মদপুর ধোলাইখাল এলাকায় গতকাল রাত সাড়ে আটটায় থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনের কয়েকটি আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৯ অক্টোবর থেকে বিএনপির দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে এর আগে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।