আইজিএ প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান
মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প’–এর মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালিয়ে যাওয়া ও প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রোববার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে মহিলাবিষয়ক অধিদপ্তরে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রকল্পে কাজ করা ব্যক্তিরা।
মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, আয়বর্ধক কাজের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দরিদ্র, অনগ্রসর নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পাঁচ বছর মেয়াদে এই প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের আওতায় সারা দেশে নারীদের পারলার, তৈরি পোশাক, সার উৎপাদন, হস্তশিল্প, গাড়ি চালনা, মুঠোফোন সার্ভিসসহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রকল্পে মোট জনবল ১ হাজার ৩০১ জন।
সাতক্ষীরার তালা উপজেলার আইজি প্রকল্পের ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষক পপি বিশ্বাস প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে তিনি রাতেও অধিদপ্তরে অবস্থান করছেন। তাঁর সঙ্গে কমপক্ষে আরও ৫০ জন নারী রয়েছেন, যাঁরা প্রকল্পে কাজ করছেন। এ ছাড়া অধিদপ্তরের বাইরে তাঁদের পুরুষ সহকর্মীরা অবস্থান করছেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষক মো. বিপ্লব প্রথম আলোকে জানান, দুটি দাবিতে সকাল ৮টা থেকে অধিদপ্তরের সামনে প্রকল্পে কর্মরত চার শতাধিক ব্যক্তি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি দুটি হচ্ছে প্রকল্পের মেয়াদ শেষেও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ এবং প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা।
মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশের ৪৩১টি উপজেলায় আইজিএ প্রশিক্ষণ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সময় ব্যয় ধরা হয় ২৮৩ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। ১০টি বিষয়ে ২ লাখ ১৭ হাজার ৪৪০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। পরে প্রকল্পটি সংশোধন করে মেয়াদ এ বছরের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়। এতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৯১ কোটি টাকা। নতুন করে ৩ লাখ ৮১ হাজার ২৫০ নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।
প্রকল্পের আওতায় ৬৪টি জেলা শহরে অতিরিক্ত হিসেবে ‘মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং’ এবং ‘কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ও কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম’-এর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ‘মোটর ড্রাইভিং’ প্রশিক্ষণ শুধু বিভাগীয় শহরে দেওয়া হয়।
জানতে চাইলে আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল আলম রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। কিন্তু তাঁরা (যাঁরা দাবি আদায়ে অবস্থান করছেন) কোনো কিছু শুনতে রাজি হচ্ছেন না।
অধিদপ্তর থেকে সরে যেতে বলায় রাত ৯টা পর্যন্ত অধিদপ্তরের ভেতরে অবস্থান করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে নিউ ইস্কাটন গার্ডেন সড়কে অবস্থান করেন। সোমবার সকাল আটটা থেকে অধিদপ্তরের ভেতরে অবস্থান করবেন বলে জানিয়েছেন।