রুয়েটে সিএমই বিভাগের তিন ব্যাচের শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগে নিজেদের ব্যাচকে নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ২০২১, ২০২২ ও ২০২৩ সিরিজের শিক্ষার্থীরা।
এ দাবিতে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, চাকরিক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির জন্য গত জানুয়ারিতে বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ওঠে। পরে ১০৭তম সিন্ডিকেটে বিষয়টি পাস হয়। মে মাসের শুরুতে বিভাগটির নাম পরিবর্তন করা হয়। নাম পরিবর্তনের সময় চলতি ২০২৪ সিরিজের শিক্ষার্থীদেরসহ পরে আসা ছাত্র-ছাত্রীরা বিভাগের নতুন নামের সঙ্গে তাঁদের শিক্ষা কার্যক্রম চালাবেন বলে জানানো হয়। কিন্তু চলমান আরও তিনটি সিরিজের শিক্ষার্থীরা এই সুযোগ পাননি। তাঁরাও নতুন বিভাগের নামে পরিচিত হতে চান।
এ বিষয়ে জিসিই (বর্তমানে সিএমই) বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, চাকরি ও উচ্চ শিক্ষায় সুযোগ বৃদ্ধির লক্ষ্যে তাঁদের বিভাগের নাম ও পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছে। এটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এটি ২০২৪ সিরিজসহ পরবর্তী সিরিজের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এতে চলমান আরও কয়েকটি সিরিজের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। বিভাগের নাম পরিবর্তন হওয়ার পর বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিন ও বিভাগীয় প্রধানকে জানিয়েছেন। কিন্তু আশ্বাস পেলেও সেভাবে কাজ ত্বরান্বিত হচ্ছে না। তাঁরা চান, দ্রুত তাঁদেরও অন্তর্ভুক্ত করা হোক।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যন্ত ক্লাস–পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
সিএমই বিভাগীয় প্রধান অধ্যাপক বদিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে কি না তা বিভাগ দেখে না। এটা একাডেমিক কাউন্সিল দেখে। বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত পেতে সময় লাগবে, বিষয়টি বুঝতে হবে।