উচ্চ আদালতে আবেদন করতে পৌনে ৫৪ কোটি টাকা এনবিআরে জমা দিল গ্রামীণ টেলিকম ট্রাস্ট

দুই করবর্ষে আয়কর বাবদ এনবিআরের দাবি ঘিরে উচ্চ আদালতে আবেদন (আয়কর রেফারেন্স) করার জন্য ৫৩ কোটি ৭৭ লাখ টাকা জমা দিয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।
রূপালী ব্যাংকের পল্লবী শাখায় চালানের মাধ্যমে গতকাল রোববার উপকমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) বরাবর ওই অর্থ জমা দেওয়া হয়।

এ তথ্য জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন।  ড. ইউনূস গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান।

প্রতিষ্ঠানটির কাছে দুটি করবর্ষে আয়কর বাবদ ২১৫ কোটির বেশি টাকা দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দাবির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতে মামলা (আয়কর রেফারেন্স) করতে হলে দাবি ঘিরে ২৫ শতাংশ অর্থ এনবিআরে জমা দিতে হয়। এই অর্থ মওকুফ বিষয়ে ট্রাস্ট আবেদন (রিভিউ) করে, যা খারিজ করে এনবিআর। এর বৈধতা নিয়ে গ্রামীণ টেলিকম ট্রাস্টের করা রিট খারিজ করে গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন গতকাল প্রথম আলোকে বলেন, রূপালী ব্যাংকের পল্লবী শাখায় দুটি ই–চালানের মাধ্যমে রোববার (গতকাল) ডিসিটি বরাবর ৫৩ কোটি ৭৭ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। কর দাবি নিয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় এখন হাইকোর্টে রেফারেন্স দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।