সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ‘বিল্ডিং ব্রিজেস’ অনুষ্ঠিত

রাজধানীর একটি হোটেলে ‘বিল্ডিং ব্রিজেস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

নিজেদের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে ‘বিল্ডিং ব্রিজেস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে সাজেদা ফাউন্ডেশন। সোমবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল, সাজেদা ফাউন্ডেশনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা, দেশের বাইরে থাকা গুরুত্বপূর্ণ অংশীজনদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া, নতুন সংযোগ তৈরি করা ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির বলেন, সাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ূন কবির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহানুভূতিশীল এবং অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি পরোপকারে বিশ্বাসী ও সাম্প্রদায়িক কল্যাণে ছিলেন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মনে করতেন, অভাবকে অনুভব করলে ও কাছ থেকে বুঝলে আরও ভালোভাবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন ও চাহিদা পূরণ করা সম্ভব। তাঁর এই বিশ্বাস ও চিন্তাধারাই সাজেদা ফাউন্ডেশনের অনন্য মূল্যবোধ এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সাহায্য করেছে।

এদিকে ফারুক সোবহান বলেন, ‘বছরের পর বছর ধরে সাজেদা ফাউন্ডেশন স্ব-অর্থায়নে পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে তার কর্মসূচি তৈরি করে চলছে। পাইলট প্রকল্পগুলো থেকে শেখার অভিজ্ঞতা থেকেই আমরা বেসরকারি খাত, দেশ ও বিদেশের জনহিতৈষী সংস্থাগুলোর পাশাপাশি আমাদের উন্নয়ন অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত তহবিল দিয়ে কিছু প্রোগ্রামকে আরও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

সাজেদা ফাউন্ডেশন দেশের অন্যতম শীর্ষস্থানীয় অলাভজনক সংস্থা। ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য পরিষেবা, মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তনে কাজ করাসহ, বহু ক্ষেত্রগত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করাই এটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মী রয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নেটওয়ার্কিং ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সাজেদা ফাউন্ডেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আফ্রিকার তিনটি দেশে প্রকল্প শুরু করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।