সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪ টি নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধনের অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সোশ্যাল ইসলামী ব্যাংকের সৌজন্যে

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন আরও ৪টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৫ জুন ভার্চুয়ালি উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ, উপশাখা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

ঢাকার ডেমরার সাইনবোর্ডে, কুমিল্লার নাঙ্গলকোটে, খুলনার ফুলতলায় এবং টাঙ্গাইলের সখিপুরে এই চারটি উপশাখা চালু করা হলো। এ নিয়ে ব্যাংকটির উপশাখা হলো ২০২টি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, এসআইবিএল শুরু থেকেই মানুষের প্রয়োজন ও কল্যাণকে প্রাধান্য দিয়ে আসছে এবং নানান ধরণের জীবনঘনিষ্ঠ সেবাপণ্য প্রবর্তন করছে। তিনি এসব সেবা পণ্যগুলোর বিভিন্ন সুবিধা উল্লেখ করেন এবং সবাইকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।