শুভ সকাল। আজ ১৪ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি। এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিস্তারিত পড়ুন...
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’
বিস্তারিত পড়ুন...
কয় দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে ছবিটা। পেছনে পুলিশ, সামনেই সড়ক বিভাজকের আড়ালে আশ্রয় নিয়েছেন দুজন। কারা তাঁরা? কেন লুকিয়ে আছেন? কী হয়েছিল সেদিন? ছবিটি তুলেছিলেন প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকার। এই ছবি তুলতে গিয়ে ছররা গুলিও বিঁধেছিল তাঁর শরীরে। সেদিনের অভিজ্ঞতা শুনুন তাঁর মুখে। বিস্তারিত পড়ুন...
এপ্রিল মাসে ‘ইনমা’র প্রধান কার্যালয় থেকে আমার কাছে ফোনকল আসে। ইনমা-ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন। বিশ্বের বৃহত্তম মিডিয়া সংগঠন। ১০০টির বেশি দেশের আট শতাধিক সেরা সংবাদমাধ্যম এর সদস্য। তাঁরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেন, আমি যেন নিউইয়র্কে আন্তর্জাতিক মিডিয়া কংগ্রেসে যোগ দিই। তা থেকে আমাদের একটা ধারণা হয় যে প্রথম আলো হয়তো এবার ভালো একটা পুরস্কার পেতে পারে। বিস্তারিত পড়ুন...
১৭৭ করেও চিন্তামুক্ত হওয়ার উপায় ছিল না। পাতুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ব্যাটে ঝড় উঠলে তো শ্রীলঙ্কার জন্য এই রানও কিছু নয়! তার ওপর রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট পাল্লেকেলের মতোই ব্যাটিং-বান্ধব। জেতা-হারা তখনো তাই নির্ভর করছিল ভালো বোলিং-ফিল্ডিংয়ের ওপর। বিস্তারিত পড়ুন...