সকালেই পড়ুন আলোচিত পাঁচ

শুভ সকাল। আজ ১ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

মার্কিন দূতাবাসের মামলা: দক্ষিণ আমেরিকার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রে মানব পাচার করছে বাংলাদেশি চক্র

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসা মোফাজ্জল হোসেন
ছবি: সংগৃহীত

‘ব্রাজিল থেকে কখনো গাড়িতে, কখনো জঙ্গল দিয়ে দিনের পর দিন হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় পানামায়। কখনো টানা ১০ ঘণ্টা হাঁটানো হয়। জঙ্গলে পানির সংকট, পোকামাকড়ের কামড়ে শরীর ফুলে গিয়েছিল আমার। পেছনে ফেরার কোনো রাস্তা ছিল না’, এই বর্ণনা দিয়েছেন অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসা মোফাজ্জল হোসেন। তাঁর মতো অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নে মানব পাচারের শিকার হচ্ছেন। বিস্তারিত পড়ুন...

ডায়ানার শেষ কথা কী ছিল, জানালেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মী

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা
ছবি: টুইটার থেকে নেওয়া

দুমড়েমুচড়ে গিয়েছিল কালো মার্সিডিজ গাড়িটি। দুর্ঘটনার পর প্রথম যে কয়েকজন ব্যক্তি সবার আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তাঁদের একজন ফরাসি ফায়ার সার্ভিসের কর্মী জেভিয়ের গোরমেলন। তিনি জানতেন না গাড়ির ভেতরে কারা রয়েছেন। শুধু গাড়ির ভেতরে রক্তাক্ত সোনালি চুলের এক নারীকে দেখেছিলেন। তাঁকে টেনে বের করে আনেন জেভিয়ের। তখনো তিনি বেঁচে ছিলেন। অস্ফুট স্বরে তিনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। বিস্তারিত পড়ুন ...

শ্রীলঙ্কার কাছে হার, লাহোরে এখন ‘নকআউট’ ম্যাচ সাকিবদের

পাল্লেকেলেতে হতাশার এক দিন কেটেছে বাংলাদেশের
বিসিবি

শ্রীলঙ্কা থেকে শুক্রবার কী নিয়ে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল? দুই শব্দে উত্তর—অনন্ত চাপ। গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপকে বিদায় বলার শঙ্কা সঙ্গী হবে তাদের ‘ক্যান্ডি টু লাহোর’ যাত্রায়। বিস্তারিত পড়ুন...

অর্থনীতি ভুল পথে গেছে ভুল সিদ্ধান্তে, সমন্বয়হীনতায়

ইতিহাসে আর্থিক হিসাবের সর্বোচ্চ ঘাটতি নিয়ে একটি অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ে সবচেয়ে বেশি পার্থক্য ছিল গত ২০২২-২৩ অর্থবছরেই। এ কারণেই বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের পতন ঠেকাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন...

হলদিয়া ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ইরফানকে ১ কোটি ২০ লাখ রুপি বেতনে চাকরি দিল গুগল

ইরফান ভাটি

নাম ইরফান ভাটি। বাড়ি ভারতের ঝাড়খন্ডের বোকারো জেলায়। দশম শ্রেণিতে পড়ার সময় বানিয়েছিলেন মোবাইল অ্যাপ্লিকেশন। পড়াশোনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। নামীদামি কোম্পানিতে কাজ করেছেন তিনি। এখন গুগল ছুটছে তাঁর পেছনে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন