আগস্টে সড়কে প্রাণ গেল ৩৭৮ জনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সারা দেশে গত আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে আগস্ট মাসে দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ। আর প্রাণহানি কমেছে ৩৪ দশমিক শূন্য ৩ শতাংশ।

আগস্টে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, আগস্টে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।  

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৯৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, যা মোট নিহতের ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এই সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ১৭ জন নিহত, ৯ জন আহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৮টি রেলপথ দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন বলছে, বাসযাত্রী ১৮ জন (৪.৭৬%), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-লরি আরোহী ১৭ জন (৪.৪৯%), প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-পুলিশ ভ্যান আরোহী ২১ জন (৫.৫৫%), থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটো ভ্যান-স্কুলভ্যান-লেগুনা) ৫৬ জন (১৪.৮১%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নছিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-ডাইসু) ১৩ জন (৩.৪৩%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ১৪ জন (৩.৭০%) নিহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৯টি (৪১.৯৩%) জাতীয় মহাসড়কে, ১৪৮টি (৩৬.৭২%) আঞ্চলিক সড়কে, ৪৫টি (১১.১৬%) গ্রামীণ সড়কে, ৩৭টি (৯.১৮%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৪টি (০.৯৯%)।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে বলা হয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৬৮টি (১৬.৮৭%) মুখোমুখি সংঘর্ষ, ১৮২টি (৪৫.১৬%) নিয়ন্ত্রণ হারিয়ে, ৯৪টি (২৩.৩২%) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি (১০.৪২%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৭টি (৪.২১%) অন্যান্য কারণে ঘটেছে।