সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল চীন সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবরটি। পাশাপাশি কোটা আন্দোলন সংক্রান্ত খবরগুলোতেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

অসুস্থ মেয়ের জন্য প্রধানমন্ত্রী আগেভাগেই বেইজিং থেকে ফিরছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার বেইজিংয়ে
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিংয়ের স্থানীয় সময় কাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল। অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। বিস্তারিত পড়ুন...

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটায় কার কত হার

সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২০ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। বাকি ৮০ শতাংশ পদে কোটায় নিয়োগ হতো। ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগ ৪০ শতাংশে বাড়ানো হয়। বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন রুশনারা আলীও

রুশনারা আলী
ছবি: রুশনারা ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন। এই সরকারে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হলো। বিস্তারিত পড়ুন...

কোটা বহাল বা বাতিল কি আদালতের সিদ্ধান্তের বিষয়

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের টানা বিক্ষোভ চলছে। রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা
ছবি: প্রথম আলো

রকার কি চাইলেই কোটা পুরোপুরি বাতিল করে দিতে পারে? সরকারের ইচ্ছা হলে সেই কোটা আবার ফিরিয়ে আনতে বা না-ও আনতে পারে? উচ্চ আদালত কি সরকারকে কোটা বাতিল কিংবা কোটা বলবৎ করার জন্য বলতে পারেন? বিস্তারিত পড়ুন...

শেষের ‘লড়াইগুলো’ উপভোগ করছেন মেসি

কানাডার জালে গোলের পর মেসির উদ্‌যাপন। এবার কোপায় এটাই তাঁর প্রথম গোল
এএফপি

চাইলে অবসর নিতে পারতেন ২০২২ বিশ্বকাপ জয়ের পরই। কিন্তু আর্জেন্টিনার জার্সিটা তাঁর ভালোবাসার সম্পদ। ভালোবাসাটুকু সব সময় বুকে ধরে রাখেন বলেই আর্জেন্টিনার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়টুকু যতটা সম্ভব উপভোগের ইচ্ছাটা বিশ্বকাপ জয়ের পরই জানিয়েছিলেন মেসি। বিস্তারিত পড়ুন...