কর্ণফুলী টানেল ৩ থেকে সাড়ে ৩ মিনিটেই পার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
টানেলটি নদীর তলদেশের ১৮ থেকে ৩১ মিটার গভীরে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এটি ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মধ্যেই পার হওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার সন্ধ্যায় তিনি টানেল ঘুরে দেখেন।
টানেলে প্রবেশের আগে তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মধ্যেই টানেল পার হওয়া যাবে। কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এ টানেল শুধু দুই পাড়কে সংযুক্ত করবে না, এর মাধ্যমে ওয়ান সিটি টু টাউনের ধারণা বাস্তবায়িত হয়েছে।
আগামী ২৮ অক্টোবর টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। উদ্বোধনের প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, নিরাপত্তার জন্য পুলিশের দুটি ক্যাম্প নির্মাণকাজ চলছে। নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া টানেলের পতেঙ্গা প্রান্তে যানজট কমাতে সিডিএ একটি প্রকল্প নিয়েছে। ইতিমধ্যে দরপত্র দেওয়া হয়েছে।
মুখ্য সচিবের পাশাপাশি টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশীদও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘টানেলের কাজ শতভাগ শেষ হয়েছে। এটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়ে গেছে। তবে ২৩ সেপ্টেম্বর ফায়ার ব্রিগেড ও পুলিশের সমন্বয়ে আমরা জরুরি ভিত্তিতে টানেলের ট্রায়াল করব। এ কাজই এখন বাকি রয়েছে। বাকি সব শেষ। এখানে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলতে পারবে।’
টানেলের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন, কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।