একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা ছিলেন সদাজাগ্রত
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছয়টি প্রামাণ্যচিত্রের দুই দিনব্যাপী প্রদর্শনী শুক্রবার চট্টগ্রামে শুরু হবে। চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে নির্মিত এই প্রামাণ্যচিত্রগুলো প্রথমবারের মতো চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রদর্শন করা হবে।

উদ্বোধনী দিনে প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল; দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে ও লেখিকা শারমিন আহমদ; অভিনেত্রী চিত্রলেখা গুহ; শিল্প নির্দেশক ও অভিনেতা উত্তম গুহ।

শুক্রবার বেলা তিনটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শেষে বেলা সাড়ে তিনটায় ‘জনযুদ্ধ ৭১’, পাঁচটায় ‘বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ’ ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘বিলোনিয়ার যুদ্ধ’ প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর দ্বিতীয় দিন শনিবার বেলা তিনটায় তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এরপর বেলা সাড়ে তিনটায় ‘মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার’, পাঁচটায় ‘একাত্তরের নৌ-কমান্ডো’ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘আকাশে মুক্তিযুদ্ধ: কিলোফ্লাইট’ প্রদর্শন করা হবে।

‘মুক্তিযুদ্ধ ৭১’ ও ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট’-এর যৌথভাবে প্রযোজিত ছয়টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকেরা। গবেষণাধর্মী এই প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।