গুলশান থেকে জামায়াত-শিবিরের ১৬ জন গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরসহ ১৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে গুলশানের শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা–কর্মী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী সদস্য। তাঁদের কাছ থেকে আটটি ককটেল, বই এবং বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। শাহজাদপুরের একটি বাড়ির নিচতলায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সরকারকে বেকায়দায় ফেলার বিষয়ে আলোচনা করতে তাঁরা একত্র হয়েছেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেলসহ প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে গুলশান থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন জামায়াতের সদস্য গুলশান থানা পূর্ব শাখার সদস্য মুফতি রহমতুল্লাহ বিন তোফাজ্জল হোসেন, জামায়াত কর্মী এ কে এম আবদুস ছালাম, আবদুল্লাহ আল মাহফুজ, সাইমুম জামি, হাফিজুর রহমান, আনজুম বিন কামাল, নুর মোহাম্মদ মনির, জেসমিন আক্তার, সাহেরা আক্তার, শিবির কর্মী সালাউদ্দিন সাব্বির, আবদুর নুর ওরফে নুরনবী, নাসির উদ্দিন, আবদুল আজিজ, জাবিদ হাসান ও মুশফিকুর রহমান।