জাতীয় হৃদরোগ হাসপাতালে তিন দিন পর একজনের অস্ত্রোপচার

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালছবি: প্রথম আলো

এসি নষ্ট ও অক্সিজেন সরবরাহে সমস্যার কারণে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ছয়টি অপারেশন থিয়েটার ও আইসিইউ এখনো পুরোদমে চালু হয়নি। তবে টানা তিন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার একজন রোগীর অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচার হওয়া রোগীর নাম মাহবুবুর রহমান (৪০)। তিনি রাজশাহী শহরের মেহেরচণ্ডী এলাকা থেকে হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে ভর্তির দুই মাস ছয় দিন পর আজ তাঁর হৃদ্‌যন্ত্রে ভালভ স্থাপন করা হয়েছে। রাত সাড়ে নয়টায় মাহবুবের স্ত্রী ময়না আক্তার মুঠোফোনে প্রথম আলোকে জানান, অস্ত্রোপচারের পর তাঁর স্বামী সুস্থ আছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আইসিইউর এসি এবং অপারেশন থিয়েটারে অক্সিজেন সরবরাহের সমস্যার আংশিক সমাধান হয়েছে। বুধবার ছুটি থাকায় কোনো অস্ত্রোপচার হবে না। তবে বৃহস্পতিবার আরও পাঁচজনের অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মনজুরুল আলম মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আজ পরীক্ষামূলকভাবে একজনের অপারেশন করা হয়েছে। বাকি কয়েজনকেও প্রস্তুত করা হয়। তবে এসি ও অক্সিজেন সমস্যার কারণে পুরোপুরি করতে পারিনি। আশা করছি, আজ ও আগামীকালকের মধ্যে এই সমস্যা কেটে যাবে। তখন চার থেকে পাঁচটা অপারেশন থিয়েটারে কাজ করতে পারব।’