জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনেছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার ও তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল প্রাক্তন শিক্ষার্থী। আজ শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারের আদেশ ও অভিযোগটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক গৃহবধূকে ছাত্রলীগ নেতার নেতৃত্বে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা আন্দোলনে একটি প্রতিবাদী দেয়ালচিত্র আঁকার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় ‘মিথ্যা ও হয়রানিমূলক’ অভিযোগ দিয়েছে।

সমাবেশে বক্তারা দুই ছাত্রনেতার স্বাভাবিক শিক্ষাক্রম চালু রাখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি মেনে নিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কাজী সাজ্জাদ জহির, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মাসুদ ইমরান, প্রাক্তন শিক্ষার্থী মনি জামান, অনিরুদ্ধ দাশ অঞ্জন, সোহেল জাফর, পাভেল পার্থ, কল্লোল বণিক, অনিন্দ্য আরিফ, মাহি মাহফুজ, সৌমিত জয়দ্বীপ, সিনা হাসান, তন্ময় ধর, দীপাঞ্জন সিদ্ধান্ত, কাব্য কৃত্তিকা, অলিউর সান প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দেয়ালে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে গত মঙ্গলবার ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর বৃহস্পতিবার আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার দেয়ালে সমকালীন বিষয় ও আন্দোলন-সংগ্রামের বক্তব্য তুলে ধরে বিভিন্ন সময়ে গ্রাফিতি আঁকার রেওয়াজ আছে। ক্যাম্পাসে কোনো গ্রাফিতি পুরোনো হয়ে গেলে সমসাময়িক বিষয় নিয়ে সেখানে নতুন গ্রাফিতি বা দেয়াল লিখন খুবই সাধারণ ঘটনা। এরই ধারাবাহিকতায় ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে চলমান একটি যৌক্তিক ও স্পর্শকাতর আন্দোলনের অংশ হিসেবে নতুন কলাভবনের দেয়ালে ধর্ষণবিরোধী গ্রাফিতি অঙ্কন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা দায়িত্বে অবহেলার অভিযোগ, ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিচারের সম্মুখীন করার দাবিকে আড়াল করতেই বঙ্গবন্ধুর নাম অপব্যবহার করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ তুলে এ অন্যায় বহিষ্কার আদেশ দিয়েছে। ছাত্রনেতাদের আরও হয়রানি করার জন্য তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

বক্তারা আরও বলেন, অভিযোগ গঠন থেকে বহিষ্কারাদেশ ঘোষণা পর্যন্ত সময়কালে ছাত্র ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো কারণ দর্শানো ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তড়িঘড়ি বহিষ্কার করার মধ্যেই একধরনের প্রশাসনিক দুরভিসন্ধির ইঙ্গিত রয়েছে। বিশ্ববিদ্যালয় কিংবা রাষ্ট্রের এমন কোনো আইন নেই, যা দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ছাত্র নেতারা ফৌজদারি কোনো অপরাধ করেছেন।