সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট কাজুও ইয়ামামোতো। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, সহ–উপাচার্য আবদুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবর্তনে বিভিন্ন অনুষদের ৪ হাজার ৭২২ ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও সর্বোত্তম ফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের চ্যান্সেলর স্বর্ণপদক, সুম্মা কাম লাউড, আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক, ম্যাগনা কাম লাউড, ভাইস চ্যান্সেলর পদক, কাম লাউড সম্মাননা পদক প্রদান করা হয়।
বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বী, এনামুল হক বিজয়, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই ডিগ্রি অর্জন করেন।
অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল আবেদীন হাসান, নাদিয়া আনোয়ারসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধি, দেশি-বিদেশি উচ্চপদস্থ ব্যক্তি, এআইইউবির ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।