সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মারুফাকে অব্যাহতি

বাংলাদেশ সরকার

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মারুফা আকতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফা আকতারের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। তাঁকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মারুফাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মারুফা আকতার সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁকে ২০১৭ সালের ২০১৭ সালের ১৯ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।