গণতন্ত্র মঞ্চ সোমবার ঢাকায় সমাবেশ করবে

গণতন্ত্র মঞ্চ রাজধানীতে আগামীকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করবে। পরদিন মঙ্গলবারও জেলায় জেলায় একই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

রাজধানীর তোপখানা রোডে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সোমবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার ঢাকার পাঁচটি প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় সরকারি দল। এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা দেয়। সরকারি দল তাদের কর্মসূচি প্রত্যাহার করে। বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি ছত্রচ্ছায়ায় বিরোধীদলীয় নেতা–কর্মীদের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় উপর্যুপরি হামলা চালায়। পুলিশ তাদের কাউকেই গ্রেপ্তার করেনি। বরং বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলের শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডবে আহত হন কয়েক শ নেতা-কর্মী।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক দাবি করেন, গতকাল তাঁদের কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়। তিনি বলেন, গণমাধ্যমে এসব খবর বিস্তারিত প্রকাশিত হয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমন করার অজুহাত হিসেবে বাসে আগুন দেওয়ার এসব ঘটনাকে ব্যবহার করা হবে। এটা মোটামুটি স্পষ্ট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ।