কানাডিয়ান ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) ফল সেমিস্টারে চলছে ভর্তি মেলা। রোববার এই মেলা শুরু হয়েছে। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে।

এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ও ডিপ্লোমাধারীদের জন্য ভর্তি ফি ৩ হাজার টাকা। এ ছাড়া এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকসের জন্য ভর্তি ফি ৬ হাজার টাকা।

মেলা চলাকালে বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। মেলায় সব প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে অন্তত ৪০ শতাংশ ছাড় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তিন বা ততোধিক শিক্ষার্থী একসঙ্গে ভর্তি হলে তারা ‘গ্রুপ ওয়েভার’ হিসেবে টিউশন ফিতে বাড়তি ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর শতভাগ পর্যন্ত বৃত্তির ব্যবস্থা রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএ–৫ রয়েছে ভর্তিচ্ছু এমন শিক্ষার্থীরা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০ ৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়