শুভ সকাল। আজ ৪ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ কাজে তাঁকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ চারজন। বিস্তারিত পড়ুন...
প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ায় কী ক্ষতি হচ্ছে, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ট্রান্স-এশিয়ান হাইওয়ে, ট্রান্স-এশিয়ান রেলের সঙ্গে যুক্ত হতে হবে।’ বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) সমাপনী ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত পড়ুন...
ঘুষ ছাড়া সরকারি দপ্তরে কাজ হয় না—এটা কমবেশি সবাই জানেন এবং মানেন। একসময়ে বলা হয়েছিল, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেই দুর্নীতি কমবে। বাস্তবে তা হয়নি। বরং বেতন বা পদমর্যাদা অনুযায়ী ঘুষের হার বেড়েছে। সরকারি কোনো ন্যায্য সেবা পেতে ঘুষ দিতেই হয়, যাকে একসময় প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন ‘স্পিড মানি’। এই ‘স্পিড মানি’র পরিমাণ যে নেহাতই খারাপ নয়, তার প্রমাণ সাবেক পুলিশপ্রধান এবং এনবিআরের দুই কর্মকর্তার বিপুল সম্পদ।
বিস্তারিত পড়ুন...
অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদের একটি ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমের খবর, সেদিন ঘুম থেকে উঠতে দেরি করায় দলের সঙ্গে মাঠে যেতে পারেননি তাসকিন। আর এ জন্যই নাকি ভারত ম্যাচের একাদশে তাঁকে রাখা হয়নি। তবে সেদিন ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মাঠে দলের সঙ্গে দেখা গেছে তাসকিনকে। বিস্তারিত পড়ুন...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অমানবিক উচ্ছেদ মিশন চালিয়েছে। ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার সবজি ভ্যান, টংদোকান, তরমুজওয়ালা, ফুটপাতের কাপড় বিক্রেতা—সবাইকে তাড়িয়েছে। এই শহরে টং থাকবে না, ভ্যান থাকবে না, ডাবওয়ালা থাকবেন না, বিসমিল্লাহ ভাতের হোটেল থাকবে না, মায়ের দোয়া হালিম থাকবে না, মন্টু ফার্নিচার থাকবে না, ভাই ভাই থাকবে না, মামা-ভাগনে থাকবে না; থাকবে শুধু মহীশুর সিল্ক, জাপানিজ কিচেন, প্রাডোর শোরুম। বিস্তারিত পড়ুন...