লেভেলক্রসিংয়ে দুর্ঘটনার বিচারিক অনুসন্ধান চেয়ে মহিউদ্দিন রনির রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি
ফাইল ছবি

দেশের রেলওয়ের লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা বিচারিক কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেছেন রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনি।

রেলওয়ের লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা অনুসন্ধানে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচারিক অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিটটি আজ বুধবার করা হয় বলে জানান মহিউদ্দিনের আইনজীবী তাপস কান্তি বল। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে ও গোপালগঞ্জের কাশিয়ানীর কাঠামদরবস্ত (কাগদী) লেভেলক্রসিংয়ে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে গত ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। পবিত্র ঈদুল আজহার আগে থেকে শুরু করে তাঁর টানা আন্দোলন দেশজুড়ে আলোড়ন তৈরি করে। গত ২৫ জুলাই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টা বৈঠক করেন মহিউদ্দিন। বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তিনি তাঁর আন্দোলন স্থগিত করেন।

এর আগে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গত জুলাইয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন হাওলাদার।

মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এর আগে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের দাবিতে অনশন করেন তিনি।