আমিনবাজারের আগুন নিয়ন্ত্রণে এল

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছেছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুনে গ্রিডের একটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সোয়া নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যালয়ের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, আজ সোয়া ৭ টার দিকে আগুন লাগার খবর পাই। পরে সাভারসহ আশপাশের ৫ টি স্টেশন থেকে ৯ টি ইউনিট দুইঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণ আসে। মূলত একটি ট্রান্সফরমার অয়েলের ভেতরে ছিলো তাই এর তীব্রতাও বেশি ছিল। আর এটির নির্বাপণ পদ্ধতিও একটু জটিল। এ কারণে নয়টি ইউনিটের প্রয়োজন হয়।

মো. ছালেহ উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে পানির পাশাপাশি তেলের আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। নির্বাপণ শেষে একটি তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হবে।

ঘটনার পরপরই ঘটাস্থল পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

এদিকে গ্রিড উপকেন্দ্রটিতে আগুন লাগায় সোয়া ৭ টার পর থেকে সাভারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলে।

অন্যদিকে গ্রিডে আগুন লাগার কারনে সাভারের আমিনবাজার এলাকা থেকে শিমুলতলা এলাকা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) সিজান আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনের কারনে সকাল ৭ টা ১৫ মিনিট থেকে সাভারের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো। ১০ টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বেলা সোয়া ১১ টার দিকে সকল এলাকায় বিদ্যুত সরবরাহ সচল হয়।

আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ ছিল।