ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা জানাল কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নতুন একটি হল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই হল নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হলটির প্রস্তাবিত নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এ ছাড়া বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয় প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন–সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ছাত্রীদের আবাসন–সংকট নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের এইচইএটি (হায়ার এডুকেশন একসালেরেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন প্রজেক্ট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব শিক্ষার্থী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।

আবাসন বৃত্তি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে আর্থিক সহায়তাকারে এই বৃত্তি দেওয়া হবে। তবে কত টাকা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১২ বছরের শিক্ষার্থী ভর্তির তথ্য পর্যালোচনা করে প্রথম আলো একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা গেছে ছাত্রী ভর্তির হার দিন দিন বেড়েছে। এর মধ্যে সর্বশেষ দুই শিক্ষাবর্ষে ছাত্রের তুলনায় ছাত্রী ভর্তির হার ছিল বেশি। কিন্তু সেই বিবেচনায় তাঁদের জন্য আবাসন সুবিধা বাড়েনি। ফলে বর্তমানে অধ্যয়নরত প্রায় ৫৭ শতাংশ ছাত্রী হলে সিট না পেয়ে ক্যাম্পাসের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। সেই তুলনায় ছাত্রদের অবস্থা ভালো, তাঁদের ৩৪ শতাংশকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল আছে মোট ১৯টি। এর মধ্যে ছাত্রদের হল ১৩টি, ছাত্রীদের হল ৫টি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১টি হল।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে আগামীকাল সোমবার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালনের ঘোষণা দিয়েছেন ছাত্রীরা। উপাচার্যের বাসভবনের সামনে ওই কর্মসূচি পালন করা হবে।