ঢাবির হলে অচেতন ছাত্র, ছাত্রলীগের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ‘গেস্টরুমে’ প্রথম বর্ষের এক ছাত্রকে মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই ছাত্র পরে অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বিজয় একাত্তর হলের টিভিকক্ষে গেস্টরুম কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ছাত্রের নাম আহসান হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম বর্ষে পড়ছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঘটনার সময় গেস্টরুমে থাকা একাধিক ছাত্রের ভাষ্য, আহসান হাবীব কিছুদিন ধরে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না। তাই রোববার তাঁকে গেস্টরুমে তলব করা হয়। অসুস্থতার কথা বলে ছুটি চাইলে তাঁকে গালাগাল করেন ছাত্রলীগের ‘বড় ভাইয়েরা’। মানসিক নিপীড়নের পাশাপাশি তাঁকে হুমকি-ধমকিও দেওয়া হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন আহসান।
ঘটনাস্থলে থাকা ছাত্ররা বলেন, ছাত্রলীগের হল শাখার নেতা-কর্মীদের মধ্যে হাবিবুল্লাহ হাবিব, ফজলে নাভিদ ওরফে অনন ও নাজমুল হাসান নিপীড়নের ঘটনার নেতৃত্ব ছিলেন। তাঁরা সবাই ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁদের মধ্যে কাভার্ড ভ্যান আটকে ছিনতাই ও মারধরের একটি ঘটনায় ফজলে নাভিদ গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়৷
অভিযোগের বিষয়ে ওই তিনজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁরা ছাত্রলীগের যে পক্ষের রাজনীতি করেন, সেই পক্ষের নেতা বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ বলেন, গেস্টরুমে আহসান হাবীব নিম্ন রক্তচাপের কারণে অচেতন হয়ে পড়ে। গেস্টরুমে তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি বলে দাবি করেন এই পক্ষের আরেক নেতা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হাসান।
এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির। এদিকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজয় একাত্তর হল শাখা ছাত্রদল। এতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন হল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক বি এম কাউছার।