সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। রাজনীতির একটি খবর আজ পড়েছেন অনেক পাঠক। প্রতিবেদনটি জাতীয় পার্টিকে নিয়ে। শিরোনাম, ‘সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন’। এর পাশাপাশি রাজধানীর ডেমরা এলাকার একটি খুনের রহস্য উন্মোচনের প্রতিবেদনটিতেও পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো। ডলার কেনাবেচার ক্ষেত্রে এক দরব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদনটিও পঠিত হয়েছে। এসবের পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন

রওশন এরশাদ ও জি এম কাদের
প্রথম আলো ফাইল ছবি

ক্ষমতার বাইরে থাকতে চান না জাতীয় পার্টির শীর্ষ নেতারা—এমন আলোচনা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আবার সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন—এই বাস্তবতার কথাও বলছেন নেতাদের অনেকে। বিস্তারিত পড়ুন...

‘অন্ধকারে ঢিল ছুড়ে’ বের হলো খুনের রহস্য

খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মো. ফরহাদ (বামে), সুমি ও শাওন হাওলাদার
ছবি: সংগৃহীত

পুলিশের ডেমরা অঞ্চলের এসি মধুসূদনের ভাষ্য, ধরা পড়া তিন ব্যক্তিই পেশাদার ছিনতাইকারী। তিনজনই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাশাপাশি বাসায় থাকতেন। প্রায় ছয় মাস ধরে তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছিলেন। বিস্তারিত পড়ুন...

কার্যকর হয়েছে ডলারের এক দাম, যেভাবে এই পদ্ধতি কাজ করবে

ডলার
ছবি: সংগৃহীত

ব্যাংকগুলো এখন আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করবে। আগে আমদানি দায় মেটাতে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করত। বিস্তারিত পড়ুন...

‘গাদ্দার’ আফগানিস্তান হারাতেই বেশি খুশি পাকিস্তান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি
ছবি: বিসিবি

ট্যাক্সিচালক: গাদ্দার নয় তো কী! আমরা ওদের খেলা শিখিয়েছি। ক্রিকেটে ওদের উন্নতির পেছনে পাকিস্তানের অবদান আছে। ইনজামাম, উমর গুলের মতো আমাদের বড় বড় খেলোয়াড় ওদের খেলা শিখিয়েছে। আর এখন কিনা আমাদের বিপক্ষেই ওরা বেশি লাফালাফি করে! বিস্তারিত পড়ুন...

ফেসবুকে সিঙ্গেল লেখা থাকলে ছেলেরা বেশি নক করে...

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দীপ্ত প্লের সিনেমা ‘অপলাপ’-এ খল চরিত্রে অভিনয় করেন প্রিয়ন্তী। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের মধ্যে চর্চা চলছে। ফেসবুকে দেওয়া তথ্য বলছে, প্রিয়ন্তী উর্বী প্রেমের সম্পর্কে রয়েছেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন