জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ শিক্ষক নেটওয়ার্কের
দেশের সর্বস্তরের জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা দেশের জাতীয় সম্পদ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। তিনি বলেন, ‘গণতন্ত্রের এই বিজয়ের মুহূর্তে সব নাগরিককে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে নিহত শহীদদের স্মরণ করছি। তবে আমরা মনে করিয়ে দিতে চাই যে সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি। এই সংবেদনশীল মুহূর্তে প্রত্যেক নাগরিকের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন।’
সামিনা লুৎফা বলেন, ‘আমাদের জাতীয় সম্পদ গণভবন, সংসদ ভবনসহ যেকোনো ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ধর্ম-বর্ণ-লিঙ্গনির্বিশেষে সবার। ভিন্ন ধর্ম, ভিন্ন মতাদর্শ ও ভিন্ন পরিচয়ের সবার সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। এই অর্থহীন হিংসা-বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। তাই আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি। আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকুন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘আমরা চাই, অন্তর্বর্তী সরকারে যাঁরা আসবেন, তাঁরা অসাম্প্রদায়িক হবেন। লুণ্ঠনের অভিযোগ আছে, এমন কাউকে যাতে সেখানে রাখা না হয়।’