আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যাহসহ ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
বেনামি হিসাব খুলে ব্যাংকে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৮ ও ২০১৯ সালে দ্য প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ১০টি বেনামি ব্যাংক হিসাব খোলেন কাজী জাফর উল্যাহ। এসব ব্যাংক হিসাবে টাকা জমা রেখে জালজালিয়াতির মাধ্যমে সুদ নেওয়া হয়। সেই সুদের টাকা ভুয়া ব্যাংক হিসাবগ্রহীতাদের নামে তুলে নেওয়া হয়।
আক্তার হোসেন আরও বলেন, বেনামি এসব হিসাব খুলতে দ্য প্রিমিয়ার ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শাহেদ সেকেন্দার, সাবেক অপারেশনাল ব্যবস্থাপক এ এম খসরু, সাবেক নির্বাহী কর্মকর্তা আকবর হোসেন, সাবেক জেএভিপি কাজী কাওসার হোসেন ও কাজী জাফর উল্যাহর মালিকানাধীন প্রতিষ্ঠান হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপক মো. মঈন উদ্দীন জড়িত। মামলায় তাঁদের আসামি করা হবে।