ইনডেক্স দিল্লি ২০২২ বাণিজ্য মেলায় অংশ নিয়েছে হাতিল

দিল্লির বাণিজ্য মেলায় হাতিলের স্টলছবি: সংগৃহীত

‘ইনডেক্স দিল্লি ২০২২’ বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড হাতিল। ভারতের রাজধানী দিল্লির প্রগতি ময়দানে গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘নতুন বাজার তৈরির লক্ষ্যে দুবাই, ভারত ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক আসবাব মেলায় নিয়মিত অংশ নিচ্ছে হাতিল। আমাদের যে উৎপাদনক্ষমতা রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানো সম্ভব।’
আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের আসবাব নিয়ে এ মেলায় অংশ নিয়েছে হাতিল।

ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুয়াহাটি, হরিয়ানা, চণ্ডীগড়, কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে ২৬টি শোরুম খুলেছে। ভারতীয়দের রুচি ও সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের কিছুটা সামঞ্জস্য থাকায় ভারতীয় ক্রেতারা হাতিলের পণ্য ইতিবাচকভাবে নিতে শুরু করেছেন।