বহদ্দারহাট থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস চলাচল বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে

বাস টার্মিনাল
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস ও মিনিবাস চলাচল আজ বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই রুটে কোনো বাস ও মিনিবাস চলবে না।

বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারের দাবিতে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস–মিনিবাস চলাচল বন্ধ রাখার এই কর্মসূচি দিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানোর পরও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই টার্মিনাল সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় সমাবেশ ও মানববন্ধন করবে শ্রমিক সংগঠনগুলো।

এ সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কক্সবাজার ও বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলামুখী বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখা হবে।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় টার্মিনালের এখন বেহাল। সিডিএ কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানিয়েও কোনো সমাধান হয়নি। বৃষ্টি এলে গোড়ালি থেকে হাঁটুসমান পানি ওঠে টার্মিনালে। যাত্রীদের চলাচলে অসুবিধা হয়।

তবে সমাবেশ ও মানববন্ধন চলাকালে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস–মিনিবাস চলাচল দুই ঘন্টা বন্ধ থাকলে চট্টগ্রাম নগরমুখী সব বাস–মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান মোহাম্মদ মুছা।

আজকের এই সমাবেশ যৌথভাবে আয়োজন করেছে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-সাতকানিয়া-চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন এবং বান্দরবান কেরানীহাট শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাস টার্মিনাল সংস্কারের দাবিতে দুই ঘন্টা বাস–মিনিবাস চলাচলের বন্ধ রাখার বিষয়টি সম্পর্কে আমাদের জানানো হয়েছে। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ চলাকালে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।