এইচএসসিতে মাইলস্টোন কলেজে ৯৯.৯৭% পাস

শিক্ষকদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার ২২২ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ২২১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৭।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৩৪ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৪ দশমিক ৮৮। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫৪৮ জন এবং পাস করেন ২ হাজার ৫৪৭ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯ হাজার ৯৬। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষা দেন, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬৮ জন। মানবিক বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নেন, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৪৭ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদ বাস্তবায়ন করে গুণগত মানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। এ ছাড়া নিয়মানুবর্তিতা, গুণগত মানের শিক্ষা, নিয়মিত পাঠদান ইত্যাদি বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট।’

পরীক্ষায় আশানুরূপ ফল অর্জনের জন্য মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।