সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৬ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাশিয়ার মুখপাত্রের বক্তব্যের সমালোচনায় বিএনপি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
বিস্তারিত পড়ুন...

‘কিংস পার্টি’ বলবেন না, বিএনএমের মহাসচিবের অনুরোধ

জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মতো বেশ কয়েকটি কম পরিচিত দল মাঠে সক্রিয় হয়েছে। ‘কিংস পার্টি’ হিসেবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে বিএনএম। বিস্তারিত পড়ুন...

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর
ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফেসবুক থেকে নেওয়া

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার অপব্যাখ্যার বিষয়ে তারা অবগত। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই প্রতিক্রিয়া জানান।
বিস্তারিত পড়ুন ...

প্রধান বিচারপতির উৎকণ্ঠা ইতিবাচক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ‘মানবাধিকার সুরক্ষায় প্যানেল আইনজীবীগণের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন। ঢাকা, ১৮ নভেম্বর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন সম্মানিত মানুষ। সম্প্রতি ঢাকায় মানবাধিকার সুরক্ষাবিষয়ক একটি কর্মশালায় তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেই সম্ভবত তিনি বলেছেন, আন্দোলনকারীদের মানবাধিকার আছে, পুলিশেরও মানবাধিকার আছে এবং সবার মানবাধিকার রক্ষার প্রয়োজন রয়েছে। বিস্তারিত পড়ুন...

গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন থেকে যে ৩ শিক্ষা পাওয়া গেল

গাজায় দেড় মাস ধরে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির প্রথম দিন শেষ হয়েছে। আজ শনিবার চলছে দ্বিতীয় দিন। যুদ্ধবিরতির দিনগুলোয় ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় হবে। একই সঙ্গে গাজায় হামলা ও অভিযান বন্ধ রাখবে ইসরায়েল। বিস্তারিত পড়ুন...