ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবিতে শ্রমজীবী সমিতির বিক্ষোভ-সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবী সমিতির বিক্ষোভ-সমাবেশে যোগ দেন এই ব্যক্তি। ডেঙ্গু দমনে এত মৃত্যুর পরও দুই মেয়র কী করেন, সেই প্রশ্ন তোলেন তিনি। ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: বিজ্ঞপ্তি

ডেঙ্গু দমন করতে না পারায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ ও দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমজীবী সমিতি। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা সবাই প্রতিদিন দেখছেন আমাদের কারও না কারও আত্মীয়স্বজন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিবছরই ডেঙ্গুর প্রকোপ আসে। আমাদের দেশের সরকার ও সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগকে এই ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে দেখি না।’

২০১৯ সাল থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে নতুন নতুন উন্নয়ন প্রকল্পগুলোতে ডেঙ্গুর লার্ভার জন্ম হচ্ছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কীটতত্ত্ববিদেরা বলেছিলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে ডেঙ্গুর লার্ভা জন্ম নেওয়ার সুযোগ যদি বন্ধ করা যায়, তবে ঢাকায় অন্তত চল্লিশ ভাগ ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হলো না। তিনি অভিযোগ করেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ পদক্ষেপ নেই, প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। উল্টো এই দুর্ভোগকে পুঁজি করে ব্যবসা করছেন অনেকে।

সরকারের সমালোচনা করে জোনায়েদ সাকী বলেন, ‘আবারও একটা ভোট ডাকাতি করে কীভাবে ক্ষমতায় আসা যায়, কীভাবে বিরোধী দলকে দমন করা যায়, সে জন্য সরকার ব্যস্ত। তাদের সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো চিন্তা নেই। আমরা দেখি মানুষ একদিকে ডেঙ্গুতে মরে, চিকিৎসার অভাবে মরে, আর আরেক দিকে বাজারে গিয়ে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠে। বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। বরং বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে নিলে নাকি বাজারের অবস্থা আরও খারাপ হবে!’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূইয়া। তিনি বলেন, ‘খুবই লজ্জাজনক ব্যাপার যে আমাদের ঢাকা শহর, এত বড় বড় উন্নয়ন আর সেই উন্নয়নের মধ্যে মাত্র এক থেকে দুই ঘণ্টা বৃষ্টি পড়লে সেই বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, আর সেখানে মানুষ মারা যায়।’ তিনি বলেন, ‘এই উন্নয়ন আমাদের দরকার নাই। সবার আগে, আমরা যারা মানুষ, তাদের পেটে ভাত চাই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবী সমিতির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ঢাকা, ২২ সেপ্টেম্বর
ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন, শ্রমজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।