উত্তরায় বিমান বিধ্বস্ত: সিএমএইচে মরদেহ এসেছে ১৫টি, চিকিৎসাধীন ২৩ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন আহত ব্যক্তি এসেছেন। তাঁদের মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি আছেন ২৩ জন। তাঁদের মধ্যে ৬ জন পোড়া রোগী।

সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলায়মান আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, আহতদের চিকিৎসায় আজ রাতেই সিঙ্গাপুর থেকে মেডিকেল টিম আসছে।

আরও পড়ুন

ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, এ ঘটনায় সিএমএইচে মোট ১৫টি মরদেহ এসেছে। ঘটনাস্থল থেকে এসেছে ১২টি। এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দুটি ও উত্তরা আধুনিক হাসপাতাল থেকে একজনের মরদেহ সিএমএইচে আনা হয়েছে।

এস এম সোলায়মান বলেন, ‘যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শুরুতে ঘটনাস্থল থেকে আটটি মরদেহ সিএমএইচে আনা হয়। পরে আরও তিনটি মরদেহ আসে ঘটনাস্থল থেকে। সর্বশেষ ঘটনাস্থল থেকে ওই যুদ্ধবিমানের পাইলটকে আনা হয়। পাইলটের বিষয়ে হোপ ছিল। বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, সাইন অব লাইফ নেই। ৪০ মিনিট সময় নেওয়া হয়েছে। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’

আরও পড়ুন

আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আজ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম দেশে আসছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, স্বাস্থ্যসচিব আর প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে কথা বলে এটা তিনি জেনেছেন। এই টিম জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাবেন। সেখানে রোগীদের দেখবেন। তার আগেই আজ বিকেলে সিএমএইচ থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগী পাঠানো হবে।

আরও পড়ুন
আরও পড়ুন