একপর্যায়ে ছাত্রলীগের কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। তাঁরা চলে যাওয়ার সময় সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে স্লোগান দেন।
পরে পরিষদের চার নেতাকে নগর ভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তাঁরা সেখানে গিয়ে মেয়র রেজাউল করিমকে স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, ‘নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিষদকে নগর ভবনে যেতে দেওয়া হয়নি। পুলিশ দুই পক্ষের মধ্যখানে অবস্থান নেয়।’
এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে নগরের কদমতলীর আবুল খায়ের মার্কেট চত্বর থেকে মিছিল বের করে পরিষদ। মিছিলটি নগরের কদমতলী মোড়, দেওয়ানহাট হয়ে দুপুর ১২টার দিকে টাইগারপাস মোড়ে আসে।