সাজা ঘোষণার পর আদালত থেকে আসামির পলায়ন
চট্টগ্রাম আদালত থেকে সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়েছেন। তাঁর নাম সাইফুল করিম খান। আজ রোববার দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে তিনি পালিয়ে যান।
বাদীর আইনজীবী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, একটি চেক প্রত্যাখ্যানের মামলায় আজ ধার্য দিনে হাজির ছিলেন আসামি সাইফুল করিম খান। বিচারক আসামিকে ছয় মাসের সাজা দেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার পর এজলাস থেকে আমরা চলে যাই। পরে শুনি, পুলিশি হেফাজত থেকে আসামি পালিয়ে গেছেন।’
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা আজ দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া আসামি পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ অক্টোবর আল মুজিব বসর নামের এক ব্যক্তি আদালতে সাইফুল করিমের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের মামলা করেন।